বিনোদন

আজ এটিএন বাংলায় তাহাদের যৌবনকাল

বহুদিন পর টিভিতে প্রচার হচ্ছে বরেণ্য নাট্যকার, নির্দেশক আবদুল্লাহ আল মামুনের লেখা নাটক। জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হওয়া প্রয়াত এই কিংবদন্তি নাট্যজন রচিত ধারবাহিকটির নাম ‘তাহাদের যৌবনকাল’।নাটকটি পরিচালনা করেছেন সাজাদ হাসান বাবলু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, শহীদুজ্জামান সেলিম, পীযুষ বন্দোপাধ্যায়, ডলি জহুর, এস এম মহসীন, সোহেল খান, দিবা নার্গিস, রুমানা, ফজলুর রহমান বাবু, পরেশ আচার্য, বাবুল আহমেদ, শিরীন বকুল, নাহিয়ান, সাব্বির আহমেদ, আলভী, আমীন আজাদ, তন্দ্রা, আবিদ রেহমান, ইলোরা, সুবর্ণা মজুমদার প্রমুখ।চ্যানেল সূত্রে জানা গেছে, নিজেই পরিচালনা করবেন বলে ‘তাহাদের যৌবনকাল’ নাটকটি লিখেছিলেন আব্দুল্লাহ আল মামুন। কিন্তু শারীরিক অসুস্থতা ও হঠাৎ মৃত্যুতে তিনি আর সেটি করে যেতে পারেন নি। পরে তারই সহকারী সাজাদ হাসান বাবলু সেটি পরিচালনার দায়িত্ব নেন। আরো জানা গেছে, ৬ সেপ্টেম্বর থেকে প্রচারে যাওয়া নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গল্প ও নির্মাণের মুন্সিয়ানায়। জোর করে হাসির নাটকের এই মন্দা বাজারে তাহাদের যৌবনকাল দর্শকদের বাংলা নাটকের সোনালী সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। চরিত্রদের সাবলীলতা, বাস্তব জীবনের হাসি-কান্না-প্রেম-অন্যায় নিয়ে এই নাটকের গল্প। তবে এর মূল দুটি চরিত্র হলো বৌদ্ধ ধর্মের যুবতী মিতা ও তার প্রেমিক মুসলিম কিশোর নোটন। অসম বয়স-ধর্ম-সমাজের অবস্থানকে বুড়ো আঙুল দেখিয়ে মিতা-নোটনের মিলনের তীব্র বাসনাই প্রাধান্য পেয়েছে নাটকটিতে। এলএ/এমএস

Advertisement