করোনাভাইরাস মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন। আজ (সোমবার) তিনি করোনা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
Advertisement
তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলা করতে গিয়ে যাতে অর্থের অভাবে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা দু’শো কোটি টাকার ফান্ড তৈরি করেছি। এরইমধ্যে যে পোশাক পরে কাজ করতে হয় এমন ২ লাখ পোশাক, বিভিন্ন প্রকারের ৪ লাখ মাস্ক ও তিনশো ভেন্টিলেশনের অর্ডার দেওয়া হয়েছে।
মমতা সকলের উদ্দেশ্যে বলেন, ‘রোগ লুকাবেন না। রোগ চেপে যাওয়ার কোনো কারণ নেই। রাজ্যের যেসব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে সেইসব শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম।
কিন্তু এখন আমরা প্রত্যেক কেস স্টাডি করে দেখছি চতুর্থ ও পঞ্চম সপ্তাহে এটি বাড়ছে সেজন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করতে আমরা এই ছুটি ১৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিলাম। হোস্টেলগুলো ছুটি দিয়ে দেওয়া হবে যাতে সবাই বাড়ি যেতে পারে।’
Advertisement
এদিকে, করোনাভাইরাস মোকাবিলা করতে আজ কোলকাতার জোড়াসাঁকোয় সকাল থেকে বিজেপির উদ্যোগে ‘গরু পুজা’ শুরু হয় এবং সেখানে সবাইকে গোমূত্র পান করানো হয়।
এক বিজেপি নেতা বলেন, বিজেপি মানুষকে ভালোবাসে, সেজন্য গোমাতার এই পুজো। গরু আমাদের কাছে ভগবান। সেই ভগবানের মূত্র খাচ্ছি, এতেও করোনা না সেরে পারে! বিজেপির এক মহিলা নেত্রী গোমূত্র সেবনের পরে বলেন, গরুর মধ্যে ৩৩ কোটি ভগবান আছেন তো, তাই আমরা নিয়মিত গোমূত্র খাই।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের হুগলির ডানকুনিতে ৩০০ থেকে ৪০০ টাকা লিটার মূল্যে গোমূত্র বিক্রি হচ্ছে বলে জানা গেছে। করোনা ঠেকাতে কিছুদিন আগে দিল্লিতে হিন্দু মহাসভার পক্ষ থেকে গোমূত্র পার্টির আয়োজন হলে নেট দুনিয়ায় অনেক হাসাহাসি হয়েছিল। কিন্তু এবার খোদ কোলকাতাতেও গোমূত্র পানের ধুম লক্ষ্য করা যাচ্ছে।
এমআরএম
Advertisement