শরীয়তপুরে করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ২১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিভিন্ন উপজেলা পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ্ আল মুরাদ।
Advertisement
কোয়ারেন্টাইনে রাখা ২১০ জনের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ২৭ জন, নড়িয়া উপজেলায় ৮৩ জন, ডামুড্যা উপজেলায় ৩৭ জন, জাজিরা উপজেলায় ২০ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৩৫ জন ও গোসাইরহাটে উপজেলায় ৮ জন রয়েছেন। তারা সকলেই বিদেশফেরত।
সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ্ আল মুরাদ বলেন, শরীয়তপুর সদর উপজেলায় ৫টিসহ ছয়টি উপজেলায় আইসোলেশন ইউনিটের জন্য ৩০টি এবং কোয়ারেন্টাইনের জন্য ১০০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে এ পর্যন্ত ২১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। যেহেতু শরীরে জীবাণু ১৪ দিনের ভেতরে প্রকাশ পায় তাই ১৪ দিনের আগে তাদের বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে আগামীকাল অনেকের ১৪দিন শেষ হবে।
ছগির হোসেন/আরএআর/জেআইএম
Advertisement