করোনার সংক্রমণ এড়াতে ছুটি ঘোষণার পর নিজ বাড়িতে ফিরছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে ভারী ব্যাগ নিয়ে শিক্ষার্থীদের বাড়ি ফিরতে দেখা গেছে।
Advertisement
এর আগে ১৫ মার্চ বিশ্ববিদ্যালয় সকল বিভাগের ছাত্র প্রতিনিধিরা (সিআর) মিলে ১৬ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সোমবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আগেই ক্লাস-পরীক্ষা হয়নি অধিকাংশ বিভাগে। শিক্ষার্থীরাও অনেকেই বাড়ির পথে পাড়ি জমিয়েছেন গতকালই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধের আগাম সতর্কতা হিসেবে আগামী ১৭ মার্চ মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত জবির সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল বিভাগ ও প্রশাসনিক দফতর যথারীতি খোলা থাকবে।
Advertisement
ঘরমুখী জবি শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ওমর ফারুক গোমতী বাসের সামনে দাড়িয়ে বলেন, বাড়িতে সবাই চিন্তা করছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে খুব ভালো হয়েছে। সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেলে এই বৈশ্বিক মহামারি প্রতিরোধ সহজ হবে। বিশ্ববিদ্যালয় বাসে বাড়ি ফেরার কারণ জানতে চাইলে তিনি বলেন, গণপরিবহনের চেয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে নিজেকে বেশি সুরক্ষিত মনে হয়।
গতকাল বিভাগীয় ছাত্র প্রতিনিধিদের ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্র্র্রার জানিয়েছিলেন আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ছুটি ঘোষণার পরে জবি প্রশাসনও ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীরা বাড়ি ফিরছেন নিশ্চিন্তে। মন্ত্রণালয়ের ঘোষণার পর কাল ক্ষেপণ না করে প্রশাসনের এমন তড়িৎ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
এমএফ/এমকেএইচ
Advertisement