দেশজুড়ে

বরিশালে লাশবাহী ট্রাক উল্টে খাদে, নিহত ১

বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় মদিনা মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী ট্রাক উল্টে খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরো ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম অহিদুল ইসলাম (৪০)। গুরুতর আহত মারুফা আক্তার, মো.সুজন, চাঁদনী আক্তার, মো.জাহিদুল, রেক্সোনা বেগম, মো. শহীদুল, মোসা. হালিমা, লতা বেগম, মো. সোবাহান, আ. করিম,  মোসা.মালতি, রোক্সনা আক্তার,  মো. ফারুক ও আসমা বেগমকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রবিউল হোসেন, পিন্টু, আরিফ, রবিউল, রিনা বেগমসহ ৬ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত ও আহত সকলে লাশের স্বজন। তাদের বাড়ি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সূর্ষপাশা এলাকায়।গৌরনদী ফায়ারেস্টেশনের ইনচার্জ অধীর চন্দ জাগো নিউজকে জানান, ঢাকা থেকে আব্দুল হাকিম মিয়ার (৬০) মরদেহ নিয়ে তার ২৫ জন স্বজন একটি ট্রাকযোগে (ড-১৪-৩২২৮) শনিবার দিবাগত রাত ১১টার দিকে নলছিটি উপজেলার সূর্ষপাশা এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে লাশবাহী ট্রাকটি রোববার সকাল ৭টার দিকে গৌরনদীর কসবা এলাকা অতিক্রমকালে মদিনা মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লাশের ভাতিজা অহিদুল ইসলাম নিহত হয়। আহত হন ২০ জন। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান চৌধুরী জাগো নিউজকে জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।সাইফ আমীন/এসএস/এমএস

Advertisement