অর্থনীতি

হোল্ডিং কোম্পানি হচ্ছে না বিজেএমসি

বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানি করা হচ্ছে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে তিনি সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানান।তিনি বলেন, পাটকলগুলোকে হোল্ডিং কোম্পানি করার বিষয়টি এসেছে অর্থ মন্ত্রণালয়ের শর্তের পরিপ্রেক্ষিতে। আমরা বিষয়টি নিয়ে বিজেএমসির সঙ্গে আলোচনা করেছি। বিজেএমসির অধীনে প্রায় ৮২ হাজার শ্রমিক রয়েছে। সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে পাট খাত ক্ষতিগ্রস্ত হয় এবং শ্রমিক চাকরি হারায়। ইতিমধ্যে বন্ধ ৪টি পাটকল চালু করা হয়েছে।২০১৩-১৪ অর্থবছরে বিজেএমসি প্রায় ৪০০ কোটি টাকা লোকসান গুনেছে, ৭০০ কোটি টাকার পাটজাত সামগ্রী অবিক্রীত রয়েছে। পাট ব্যবসায়ীদের ২৫০ কোটি টাকা এখনো বকেয়া। দুই সপ্তাহ ধরে প্রায় ৭০ হাজার শ্রমিকের বেতন বন্ধ। আর অর্থাভাবে ঈদ বোনাস অনিশ্চিত হয়ে পড়েছে।এই যখন সরকারি পাটকলগুলোর অবস্থা, তখন হোল্ডিং কোম্পানি নিয়ে শুরু হয়েছে অস্থিরতা। বিজেএমসির পক্ষ থেকে সরকারি পাটকলগুলোর দেনা পরিশোধ, পাট কেনা, শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ৫০০ কোটি ও দীর্ঘ মেয়াদে এক হাজার ২০০ কোটি টাকা চাওয়া হয়েছে।

Advertisement