জাতীয়

করোনা মোকাবিলায় বিশ্বব্যাংক থেকে ১০০ মিলিয়ন ঋণ চায় সরকার

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার এই ঋণ চেয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কাছে প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজই ঋণের সেই প্রস্তাব বিশ্ব ব্যাংকের কাছে পাঠাচ্ছে ইআরডি।

Advertisement

সোমবার বিকেলে ইআরডির অতিরিক্ত সচিব (বিশ্ব ব্যাংকশাখা) মো. শাহাবুদ্দিন পাটোয়ারি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘১০০ মিলিয়ন ডলার চাহিদাপত্র আজকেই (সোমবার) আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পেয়েছি। আজকেই আমরা পাঠিয়ে দিচ্ছি বিশ্বব্যাংকে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের কাছে আপাতত ১০০ মিলিয়ন চেয়ে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিছু নির্দেশনা দিয়ে বলেছে এই খাতে কাজ করতে চায় তারা। সেটার ভিত্তিতে আমরা প্রস্তাব বিশ্বব্যাংকের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন তারা (বিশ্বব্যাংক) রাজি থাকলে তাদের মিশন আসবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবে। তারপর প্রকল্পের কাগজ বানাবে। এটা ফার্স্ট ট্র্যাক, স্বাভাবিকভাবে এটা আট মাস থেকে এক বছর লাগে প্রস্তাব থেকে পরিপূর্ণতা পেতে। তবে আমরা আশা করছি, এটা দুই মাসের মধ্যে শেষ করতে পারব।’

ইআরডির এই অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলার আগে এ প্রতিবেদকের কথা হয় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুবের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস মোকাবেলায় ১২ বিলিয়ন ডলারের একটি তহবিল তৈরি করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশকেও জানানো হয়েছিল, বাংলাদেশ চাইলে ওখান থেকে তারা প্রয়োজন অনুযায়ী তহবিল দিতে পারে। সেটার ফলশ্রুতিতে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হয়েছে। কিন্তু এখনও আমরা ফরমাল রিকোয়েস্ট (আনুষ্ঠানিক আবেদন) পাইনি। তারা হয়তো ১০০ মিলিয়নের মতো তহবিল চাইতে পারে। এই আবেদন আসলে তখন সেটা প্রক্রিয়া মেনে ছাড় করা হবে।’

Advertisement

পিডি/এমএফ/জেআইএম