পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টকে প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার যুদ্ধজাহাজগুলো এ অঞ্চলে প্রবেশের পর রুজভেল্টকে সরিয়ে সরিয়ে নেওয়া হলো। ২০০৭ সালের পর এই প্রথম পারস্য উপসাগরে মার্কিন রণতরী নেই।পেন্টাগন কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিশাল রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টকে পারস্য উপসাগর থেকে সরিয়ে নেয়া হয়েছে। কাস্পিয়ান সাগর থেকে রুশ নৌবাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাত্র একদিন পরই মার্কিন বিমানবাহী রণতরী সরিয়ে নেয়া হলো।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো ধরনের লক্ষ্যবস্তুর ৯ ফুটের মধ্যেই এসব নতুন কালিবার-এনকে ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে।এদিকে, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে বিশাল এ রণতরীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। ইউএসএস থিওডোর রুজভেল্টে প্রায় ৫ হাজার সেনা এবং ৬৫টি যুদ্ধবিমান রয়েছে।সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে গত মাসের ৩০ তারিখ থেকে বিমান হামলা শুরু করে রাশিয়া। এরপর তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করা নিয়ে রাশিয়াকে সতর্ক করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এসআইএস/পিআর
Advertisement