প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীতে হাত ধোয়ার কর্মসূচি চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
Advertisement
এ ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ডিএনসিসির ২৫টি স্পটে মাসব্যাপী হাত ধোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
তিনি জানান, এ কর্মসূচি আগামীকাল (১৭ মার্চ) বেলা ১১টায় গুলশান-২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে (ওয়েস্টিন হোটেলের বিপরীত পাশে) উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন ডিএনসিসির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, প্যানেল মেয়র জামাল মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।
এদিকে সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, দেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট আটজন।
Advertisement
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের নমুনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ দেশে নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে একটি ছেলে শিশু, একটি মেয়ে শিশু এবং অপরজন নারী। এদের মধ্যে একজন আগে অসুস্থ হওয়া পরিবারের সদস্য। নতুন আক্রান্তের দুজন লোকাল (প্রবাসী নন)।
এএস/এফআর/জেআইএম