সিরাজগঞ্জে চীনসহ বিভিন্ন দেশ থেকে ফেরত ১২ জন প্রবাসীকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম।
Advertisement
জাহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পাঁচজন, উল্লাপাড়ায় পাঁচজন ও রায়গঞ্জে দুজন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে জেলায় করোনার বিস্তার ঠেকাতে লিফলেট ও পোস্টার বিলির মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের একটি এবং প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতালে ৬৩টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
Advertisement
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমকেএইচ