বিনোদন

করোনার কারণে বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কের মধ্যে এবার সারা দেশের সব সিনেমা হল বন্ধ হতে যাচ্ছে। শিগগিরই চলচ্চিত্র প্রদর্শক সমিতি থেকে আসবে সেই ঘোষণা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। চলছে মিটিংয়ের প্রস্তুতি।

Advertisement

সোমবার দুপুরে মিয়া আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, ‘সবাই সচেতন হচ্ছে। সরকার করোনা থেকে বাঁচতে নানা সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে। দেশের স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হলো এই সময় সিনেমা হলও বন্ধ রাখা প্রয়োজন। জনসমাগম যেখানেই হবে সেটাই বন্ধ করা উচিৎ।’

তিনি আরও বলেন, ‘স্পেনসহ পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে সিনেমাহল বন্ধ করা হয়েছে। বাংলাদেশের হলগুলোও আপাতত বন্ধ হওয়া উচিৎ। শিগগিরই প্রদর্শক সমিতি এই বিষয়ে মিটিং করে সিন্ধান্ত নেবে। দুই এক দিনের মধ্যেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেবো। এই সময়ে কেউ সিনেমা দেখতে আসবে না। শুধু শুধু হল চালু রাখার কোনো কারণ দেখি না।’ 

এদিকে স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সরকারি নির্দেশনার অপেক্ষায় আছি। এই মুহূর্তে আসলে দর্শক আসছেন না সিনেমা হলে। আগে জীবন, তারপর বিনোদন। সবদিক বিবেচনা করে সরকার যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই চলতে হবে সবাইকে। আমরাও চলবো।’

Advertisement

উল্লেখ্য, আজ ১৬ মার্চের এক সভায় আগামী ৩১ মার্চ পর্যন্ত সব সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের সকল কোচিং সেন্টার। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এমএবি/এলএ

Advertisement