প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতের সুপ্রিম কোর্ট দেশটিতে শিগগিরই ভার্চুয়াল কোর্ট চালু করা হবে বলে ঘোষণা দিয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছেন, করোনার সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Advertisement
সোমবার সুপ্রিম কোর্টের ছয় সদস্যের একটি বিচারিক বেঞ্চের প্রধান ডিওয়াই চন্দ্রচাদ বলেছেন, বিচারিক আদালতের ক্ষেত্রে এটি বেশ কঠিন কাজ হবে। কারণ এই আদালতে চ্যালেঞ্জ আছে। তবে সংক্রমণ ছড়াতে পারে এমন পরিস্থিতিতে আদালত বসা উচিত নয়।
তিনি বলেন, ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে হাইকোর্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমরা প্রথম পদক্ষেপ গ্রহণ করেছি। পরবর্তী পদক্ষেপ হবে ডিজিটাল এবং ভার্চুয়াল কোট পরিচালনা করা। বিচারক চন্দ্রচাদ বলেন, আদালতে আইনজীবী, মামলা-মোকদ্দমার কাজে যারা আসবেন তাদের সকলেরই এতে স্বেচ্ছা সম্মতি থাকা উচিত। দেশটির শীর্ষ স্থানীয় মেডিক্যাল বিশেষজ্ঞদের সঙ্গে সুপ্রিম কোর্ট পরামর্শ করেছে বলে জানিয়েছেন তিনি।
Advertisement
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করতে সোমবার সকাল থেকে ভারতের সুপ্রিম কোর্টের সামনে থার্মাল স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যাদের অধিকাংশ বিদেশি।
তবে দেশটির মহারাষ্ট্র প্রদেশে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই প্রদেশে অন্তত ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত হয়েছে কেরালায়; সেখানে ২২ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯১৫ জন এবং প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫২১ জন। সর্বাধিক ৩ হাজার ২১৩ জনের প্রাণহানি ঘটেছে চীনে। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৭৬ জন।
এসআইএস/এমএস
Advertisement