জাতীয়

এবার ওমানগামী সব ফ্লাইট বাতিল করল বিমান

এবার ওমানগামী সব ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর আগে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

Advertisement

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের বলেন, ওমানের সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ মধ্যরাত থেকে ওমানের অধিবাসী ছাড়া কেউ সেদেশে প্রবেশের অনুমতি পাবে না। এরই প্রেক্ষাপটে বিমান ওমানের রাজধানী মাস্কাটে নিয়মিত ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ কারণে আজই এই রুটে বিমানের শেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিমান সূত্র জানায়, মাস্কাট কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম থেকে মাস্কাটগামী আজকের ফ্লাইট (বিজি ১২১) রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে। এ জন্য যাত্রীদের বিকেল ৩টায় রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। ফিরতি ফ্লাইটটি যথাসময়ে দেশের উদ্দেশে ছেড়ে আসবে।

Advertisement

এর আগে সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৫ মার্চ) থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

তারও আগে শনিবার (১৪ মার্চ) মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে (পাঁচটি রুটের ১১টি ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুট পাঁচটি হলো- অভ্যন্তরীণ ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর এবং বিদেশি ঢাকা-কাঠমান্ডু ও ঢাকা-ব্যাংক ফ্লাইট।

ইতোমধ্যে বাংলাদেশে আটজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।

Advertisement

চীনের পর করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। সেখানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭ এবং মারা গেছে ১ হাজার ৮০৯ জন। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৯০।

এরপরেই রয়েছে ইরান। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৩৮ এবং মৃতের সংখ্যা ৭২৪। অপরদিকে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৬ এবং মৃতের সংখ্যা ৭৫।

স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮৪৫ এবং মৃতের সংখ্যা ২৯২। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮১৩ এবং মারা গেছে ১১ জন।

এআর/বিএ/এমএস