করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য আর কারও নমুনা সরাসরি সংগ্রহ করবে না স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
Advertisement
দেশের কোথাও প্রবাসফেরত কারও দেহে করোনা ভাইরাসের নমুনা বা উপসর্গ রয়েছে সন্দেহ থাকলে তাদের আইইডিসিআরের হটলাইন অথবা জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করে পরামর্শ নিতে হবে। প্রয়োজন হলে আইইডিসিআরের টিম সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে।
আজ (সোমবার) আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৬৯টি কল এসেছে। তারমধ্যে ৩ হাজার ৭২২টি করোনা ভাইরাস সম্পর্কিত। এ সময়ে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে তিনজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এ নিয়ে দেশে মোট ২৪১ জনের নমুনা পরীক্ষায় সর্বমোট ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়।
Advertisement
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১০ জনকে আইসোলেশন ও ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান তিনি।
এমইউ/এনএফ/এমএস