খেলাধুলা

নিজের যত্ন নিন, সচেতন থাকুন : সাকিব

সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও ভর করেছে করোনা আতঙ্ক। এরই মধ্যে নোভেল কোভিড-১৯ ভাইরাসে পজিটিভ ধরা পড়েছেন দেশের পাঁচজন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কয়েক হাজার মানুষকে। এমতাবস্থায় দেশে ব্যাপক আকারে করোনার বিস্তার রোধে প্রয়োজন জনসচেতনতা।

Advertisement

যা মনে করিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সবাইকে নিজের যত্ন নেয়ার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সাকিব। নিজের ফেসবুক পেজে এসব কথা জানিয়েছেন তিনি।

সাকিব লিখেছেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন সাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’

এদিকে করোনা আতঙ্কের মাঝেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। যেখানে নিষিদ্ধ করা হয়েছে খেলোয়াড়দের করমর্দন, বুকে বুক মিলিয়ে উদযাপন এবং অন্যান্য কিছু জিনিস। কিন্তু প্রথম দিন (রোববার) তা বেশ কয়েকবার ভুলে গিয়েছিলেন ক্রিকেটাররা। তবে সবার চেষ্টা রয়েছে সতর্ক থাকার- এমনটা জানিয়েছেন মুশফিকুর রহীম।

Advertisement

তিনি বলেন, ‘আসলে সত্যি কথা বলতে কি ভুলে যাই, এটা আসলে এখনও অভ্যাসে পরিণত হয়নি। এটা নিয়ে সবাই শঙ্কিত এবং ভয়ে আছে। সবমিলিয়ে আমরা যতটা সতর্ক এবং সচেতন থাকতে পারি সে চেষ্টা থাকবে। সবাই চেষ্টা করছে সতর্ক থাকার। আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যে যতটা নিরাপদ থেকে এবং সচেতন থেকে খেলা যায় আরকি।’

এসএএস/এমএস