করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এ কারণে চলতি বছর ইউরোপের প্রবৃদ্ধির হার শূন্যেরও নিচে নেমে যেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি এমনই আশঙ্কার কথা জানায়। ইইউয়ের কার্যনির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের এক কর্মকর্তা বলেছেন, ‘চলতি বছর ইউরো জোন এবং ইইউয়ের সামগ্রিক প্রবৃদ্ধির হার কমে শূন্যে নেমে আসতে পারে। এমনকি চূড়ান্ত পরিসংখ্যান শূন্যেরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
Advertisement
এদিকে, করোনার প্রভাব থেকে ইউরোপের অর্থনীতিকে রক্ষায় গত শুক্রবার একগুচ্ছ পরিকল্পনার কথা জানায় ইইউ। বিশেষ করে, সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইতালিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ইইউ কমিশনের প্রধান।
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে একদিনে আরও ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮০৯ জনে।
ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯০ জন। আর সবমিলিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ২৪ হাজার ৭৪৭।
Advertisement
করোনাভাইরাসের প্রভাবে দেশটিতে জারি করা জরুরি অবস্থার মধ্যে বেকারের সংখ্যা বাড়ছে। গোটা ইতালি এখন থমকে আছে।
ইতালির পর ইউরোপে করোনাভাইরাসে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। দেশটিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জনে। রোববার (১৫ মার্চ) পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৫৩ জন। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ৫১৭ জন রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ছাড়া জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জেডএ/এমএস
Advertisement