রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। এ আসনে উপনির্বাচন আগামী ২১ মার্চ। এ উপলক্ষে এই সংসদীয় আসনে তিন দিন অর্থাৎ আগামী ১৯ মার্চ রাত ১২টা থেকে ২২ মার্চ রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
Advertisement
রোববার (১৫ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এক পরিপত্র থেকে এ তথ্য জানা যায়।
তাতে আরও বলা হয়, ভোটগ্রহণের আগের মধ্যরাত অর্থাৎ ২০ মার্চ রাত ১২টা থেকে ২১ মার্চ রাত ১২টা পর্যন্ত এই নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে চিঠি দিয়েছে ইসি। তাতে ইসি বলেছে, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদান করে এই মন্ত্রণালয়/বিভাগ।
Advertisement
এই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম ‘নৌকা’, বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ‘ধানের শীর্ষ’, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগ নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীকে নির্বাচন করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়।
পিডি/বিএ/এমএস
Advertisement