আন্তর্জাতিক

ভারতে ট্রেনের কামরায় মিলবে না কম্বল, সরছে পর্দা

ভারতে ট্রেনের এসি কোচে ব্যবহৃত কম্বল ও পর্দা আর রাখা হবে না। কম্বল ও পর্দা প্রতিদিন ধুয়ে পরিষ্কার করা সম্ভব না হওয়ায় তা আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়। করোনাভাইরাস প্রতিরোধে শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়। তাতে বলা হয়, ‘রেলের নিয়ামানুসারে প্রতি ট্রিপের পর যেহেতু কম্বল ও পর্দা ধোয়া হয় না, সে কারণে সেখান থেকে করোনাভাইরাস বিস্তারের সম্ভাবনা থেকে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আর কোনও নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ম মেনে চলা হবে।’

সংবাদসংস্থা পিটিআইকে পশ্চিম রেলওয়ের মুখপাত্র গজানন মহাতপুরকর বলেন, ‘যাত্রীরা নিজেদের দায়িত্বে তাদের কম্বল সঙ্গে রাখতে পারেন। তবে কিছু অতিরিক্ত বিছানার চাদর রাখার পরিকল্পনা রাখা হয়েছে।

এদিকে ট্রেনের হাতল, দরজার হাতল, প্রবেশের দরজা হ্যান্ডল, সিট গার্ড, জানলার কাঁচ, গ্রিল, বোতল রাখার জায়গা, উপরের বার্থ সিঁড়ি, বৈদ্যুতিক সুইচ, চার্জার পয়েন্ট জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করার কথা বলেছে সেন্ট্রাল রেলওয়ে।

Advertisement

জেডএ/এমএস