দেশজুড়ে

যশোরে ইতালিফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

যশোরের শার্শা উপজেলায় ইতালিফেরত ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার বাড়ি উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, গত ১৩ মার্চ ইতালি থেকে বিমানযোগে আবুধাবি বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশ এয়ারলাইন্সে হযরত শাহাজালাল বিমানবন্দরে আসেন। পরে সেখান থেকে পরিবহনে করে নিজ বাড়ি টেংরা গ্রামে আসেন তিনি। রোববার সন্ধ্যায় জামতলা বাজারে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানান। এরপর রাতেই তাকে বাইরে ঘোরাফেরা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়ে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সার্বক্ষণিক তার গতিবিধি লক্ষ্য করার জন্য দুজন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ইতালি থেকে ফিরে আসা ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক তৎপর রয়েছে।

মো. জামাল হোসেন/এমএসএইচ

Advertisement