শিক্ষা

করোনা আতঙ্কে আগেভাগেই বসন্তকালীন ছুটি স্কলাস্টিকা স্কুলে

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে রাজধানীর স্কলাস্টিকা স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার ছুটির বিজ্ঞপ্তিতে বসন্তকালীন ছুটির কথা উল্লেখ করা হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকার বিষয়টি শিক্ষার্থীর অভিভাবকদের মেইলে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে এজি চার্চসহ বেশ কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলে কেউ অনুপস্থিত থাকলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না বলে অভিভাবকদের জানানো হয়। অভিভাবকরা চাইলে তাদের সন্তানকে স্কুলে পাঠাতে পারবে, তবে সব পড়াশোনা অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।

করোনাভাইরাস আতঙ্কে ঢাকাসহ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। কবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাকিয়ে রয়েছে।

তবে রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন পর্যন্ত বিদেশ থেকে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসছেন তাদের শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের সব বন্দরগুলোতে অনেক ভালো প্রস্তুতি ও ব্যবস্থা তৈরি করা হয়েছে। সবাইকে আতঙ্ক না ছড়াতে ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Advertisement

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। স্থানীয় পর্যায়ে এটি ছড়িয়ে গেলে প্রয়োজন বোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। তাই এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে।

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক না ছাড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। তেমন পরিস্থিতি এখনো আমাদের দেশে সৃষ্টি হয়নি।

এমএইচএম/এমএফ/জেআইএম

Advertisement