দেশের ৮০ টি স্কুলের লড়াই শেষে বিজয়ের হাসি রংপুরের কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মুখে। আজ (রোববার) পড়ন্ত বিকেলে উত্তরবঙ্গের এই স্কুলের শিক্ষার্থীদের বিজয় উল্লাসে মুখরিত হয়ে উঠলো মওলনা ভাসানী স্টেডিয়ামের নীলটার্ফ।
Advertisement
বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের লম্বা পথ পাড়ি দিয়ে দিয়ে তারাই চ্যাম্পিয়ন। প্রায় সারাবছর অনুশীলনের মধ্যে থাকা ঢাকার আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে আসল কেরামতি দেখালো কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।
ঘরের পাশে মাঠ। ফাইনাল খেলছে। ট্রফি জয়ের স্বপ্নে বিভোর ছিলো আরমানিটোলা স্কুলের ছাত্ররা। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙ্গে চৌচির রংপুরের একঝাঁক দামাল কিশোরের হকি স্টিকের নৈপূণ্যে।
খেলা শেষে রংপুরের কিশোররা যখন স্টিক উঁচিয়ে বিজয় উল্লাস করছিল তখন আরেক পাশে মাথা নিচু করে চোখের পানিতে মুখ ভেজাচ্ছিল ঢাকার ছেলেরা।
Advertisement
৮০ স্কুলের প্রায় দেড় হাজার ছাত্র খেলেছেন এই টুর্নামেন্টে। ব্যক্তিগতভাবে তাদের মধ্যে সেরা পারফরমার হয়েছেন রানার্সআপ আরমানিটোল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সুরাজ; কিন্তু টুর্নামেন্টসেরা পুরস্কার জিতেও চোখে জমেছিল বেদনার জল।
পুরস্কার হাতে বলছিলেন, ‘আমার মন খুবই খারাপ। আমি টুর্নামেন্টসেরা হয়েছি; কিন্তু আমরা টুর্নামেন্টসেরা হতে পারিনি। ফাইনালে আমি ভালো খেলতে পারিনি।’
২-০ ব্যবধানের জয়ের প্রথম গোলটি করেছেন রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের মো. বিশাল। সমতায় ফিরতে ঢাকার দলটি আপ্রাণ চেষ্টা করেও পারেনি। উল্টো শেষ দিকে হাজম করে আরো একটি গোল। দ্বিতীয় গোল করেন রিয়াজুল।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহি আহসান রাসেল এমপি।
Advertisement
বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ শিকদারসহ অন্য কর্মকর্তাগন।
আরআই/আইএইচএস/জেআইএম