দেশজুড়ে

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরে শাহ আলম মিন্টু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে শাহ আলম মিন্টু গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ডিবি পুলিশের ৩ সদস্যও আহত হয়। গুলিবিদ্ধ মিন্টুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরাও ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মিন্টুর বিরুদ্ধে অস্ত্র, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে।লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জাগো নিউজকে জানান, টহল দেয়ার সময় তারা ওই এলাকায় কয়েক যুবককে ঘোরাফেরা করতে দেখে। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলম মিন্টুকে গ্রেফতার করা হয়।কাজল কায়েস/এসএস/এমএস

Advertisement