বিনোদন

ঘর-সংসার সামলানো শুধু নারীদের কাজ নয় : কাজল

বলিউডের সুপারস্টার কাজল। নব্বই দশক মাতানো এই অভিনেত্রী গেল কয়েক বছর ধরে খুব একটা নিয়মিত নন সিনেমায়। তবে মাঝেমধ্যেই হাজির হয়ে চমকে দেন। সর্বশেষ ‘তানাজি’ সিনেমায় অজয় দেবগণের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তার সেই ছবি ব্যবসা করেছে ৩০০ কোটিরও বেশি।

Advertisement

সম্প্রতি তিনি ‘দেবী’ নামের একটি শর্টফিল্মে কাজ করেছেন। সেটি বেশ প্রশংসিত হয়েছে সবখানে। সেটি নিয়ে একটি সাক্ষাতকারে মুখ খুলেছেন কাজল।

স্পটবয় ই-কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ঘর-সংসার সামলানো শুধু নারীদের কাজ নয়। আবার নারীরাই শুধু বাড়িতে রোজগার করে আনবে তেমনটাও নয়।’

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘ক্ষমতায়ন বিষয়টা নিজের মধ্যে থেকেই আসে। আপনি কোনো পুরুষের কাছে নিজের ক্ষমতায়নের আর্জি করতে পারেন না। আপনাকে নিজেকেই এটা অর্জন করতে হবে। পরিবারে তাদের কোনো ভূমিকা নেই এই ভাবনাটা ভাবা নারীদেরকেই বন্ধ করতে হবে। আমরা এই সমাজে একেবারেই পরজীবী সদস্য নই।’

Advertisement

কাজল বলেন, ‘এই নারী-পুরুষের পার্থক্য না করার শিক্ষাটা আমাদের সন্তানদের থেকেই শুরু করা উচিত। যেমন প্রথমে আমি আমার ছেলেকে শেখাবো যে তার মাকেও কাজের জন্য বাইরে যেতে হয়। যাতে পরবর্তীকালে ও যখন বড় হবে, তখন ওর স্ত্রীকেও ওই একইভাবে দেখতে ওর কোনো সমস্যা হবে না। ও যেন ছোট থেকেই বুঝতে শেখে যে এটাই স্বাভাবিক। আর তাতে ওর মনের মধ্যে কোনো বাধা-নিষেধ তৈরি হবে না।’

এলএ/জেআইএম