আন্তর্জাতিক

উজবেকিস্তানে করোনা শনাক্তের পরপরই বন্ধ স্কুল-কলেজ, সীমান্ত

এবার মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানেও হানা দিল নভেল করোনাভাইরাস। রোববার সেখানে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই ব্যক্তি সম্প্রতি ফ্রান্স থেকে ফিরেছেন।

Advertisement

৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশটিতে মাত্র একজনের শরীরে করোনা সংক্রমণের পরপরই সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে উজবেক সরকার। বাতিল করা হয়েছে সব ধরনের সভা, সমাবেশ, অনুষ্ঠান। বন্ধ করে দেয়া হয়েছে সীমান্তও।

একই দিন উজবেকিস্তানের সরকারি বিমান সংস্থা জানিয়েছে, এপ্রিলের শেষ নাগাদ পশ্চিম ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলাচলকারী বেশিরভাগ ফ্লাইট বাতিল করেছে তারা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উজা জানিয়েছে, উজবেকিস্তান সীমান্ত দিয়ে গাড়িতে করে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই আন্তর্জাতিক ট্রেন সার্ভিসও বন্ধ করে দেয়া হবে।

Advertisement

সূত্র: রয়টার্স

কেএএ/জেআইএম