জাতীয়

বিদেশফেরত সবাই বিশেষ নজরদারিতে থাকবেন : আইইডিসিআর

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা বলেছেন, করোনা আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন সবাই বিশেষ নজরদারিতে থাকবেন।

Advertisement

রোববার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর-এর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন সবাইকে নজরদারিতে রাখা হবে। প্রশাসন, স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধিরা তাদের ওপর নজর রাখবেন। কোনো নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মীরজাদী সেবরিনা ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসারে ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে করোনা সংক্রমণমুক্ত ঘোষণা করা হয়। প্রটোকল অনুসারে নমুনা পরীক্ষার পর গত ১৩ মার্চ দুজনকে করোনামুক্ত ও ১৫ মার্চ অপর আরেকজনকে করোনামুক্ত ঘোষণা করা হলো।

Advertisement

এর আগে শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বাংলাদেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন ইতালিফেরত, আরেকজন জার্মানিফেরত। তাদের আমরা এনেছি, হাসপাতালে রেখেছি।

এর আগে ৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তারা বর্তমানে সুস্থ।

এএস/জেএইচ/এমএস

Advertisement