দেশজুড়ে

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেলরুটের ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে গাজীপুর রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।নিহতের বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে ছাই রংয়ের গেঞ্জি এবং একই রংয়ের থ্রি-কোয়াটার প্যান্ট রয়েছে।জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জাগো নিউজকে জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় অজ্ঞাত ট্রেনের সঙ্গে ধাক্কা  লেগে মাথার ফেটে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আমিনুল ইসলাম/এসএস/এমএস

Advertisement