জাতীয়

হজ ক্যাম্পে ইতালিফেরত ২১০ জন, পাঠানো হতে পারে হোম কোয়ারেন্টাইনে

শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে ও রোববার (১৫ মার্চ) সকালে ইতালি থেকে ফিরে আসা মোট ২১০ জনকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

Advertisement

দেশে ফেরার পর প্রথমে থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাদের দেহের তাপমাত্রা দেখা হয়। পরে ইমিগ্রেশন কাউন্টারে তাদের হেলথ কার্ড দেখে ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। এরপর বিআরটিসির চারটি বাসে করে তাদের নেয়া হয় হজ ক্যাম্পে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হজ ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হতে পারে।

রোববার ভোরে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ নম্বর ফ্লাইট ও শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে ইতালি থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে আসেন এই ২১৩ বাংলাদেশি।

Advertisement

এর আগে শনিবার সকালে এমিরেটসের ফ্লাইটে ইতালি থেকে দেশে আসেন ১৪২ জন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেয়া হয়। প্রায় ১১ ঘণ্টা পর রাতে হোম কোয়ারেন্টাইনের জন্য তাদের বাড়িতে পাঠানো হয়।

এআর/এসআর/এমএস