করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভারতে সাত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম কলকাতা২৪*৭ এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার সরকারের তরফ থেকে তাদের সুস্থতার কথা জানানো হয়।
Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৫। শনিবার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৪-তে।
করোনায় চীনে ক্রমশ মৃত্যুর মিছিল কমছে। শনিবার পর্যন্ত দেশটিতে ১১২ জন নাগরিককে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
চীনের পরে ক্রমশ মৃত্যু নগরীতে পরিণত হচ্ছে ইউরোপ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
Advertisement
এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১১৪টি দেশে মারণ এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। করোনাভাইরাসের সংক্রমণকে বিশ্ব মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
এসআর/এমএস