জাতীয়

জ্বর, হাঁচি-কাশি ও শ্বাসকষ্টের রোগীদের জন্য পৃথক সেবাকেন্দ্র

জ্বর, হাঁচি-কাশি, মাথাব্যথা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য পৃথক সেবাকেন্দ্র চালু করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা কয়েকটি কক্ষে রোগী দেখছেন।

Advertisement

গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ঢামেক হাসপাতাল-১ বহির্বিভাগের পাশে তাঁবু টানিয়ে সেবাকেন্দ্র প্রস্তুত করা হয়। এখানে আগত রোগীদের জন্য পৃথক টিকিট কাউন্টার ও অপেক্ষালয় ব্যবস্থা করা হয়েছে।

চিকিৎসক ও নার্সদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পৃথকভাবে তৈরি সেবাকেন্দ্রে আগের তুলনায় কমসংখ্যক রোগী আসছেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও এ রোগটি উচ্চমাত্রার ছোঁয়াচে এবং এটি হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এ কারণে জ্বর, হাঁচি-কাশিতে আক্রান্ত রোগীদের জন্য পৃথক সেবার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

ইতোমধ্যে বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।

বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটির সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন পাঁচ হাজার ৪৩৬। আক্রান্তের ঘটনা এক লাখ ৪৫ হাজার ৬৯৮। তবে আক্রান্তদের মধ্যে ৭২ হাজার ৫৫০ জন সুস্থ।

চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের রাজধানী শহরে উহানের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস এখন ইউরোপ ও আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে চীনে আক্রান্ত ও মৃত মানুষের হার কমতে থাকলেও এসব অঞ্চলে তা লাফিয়ে বাড়ছে।

এমইউ/বিএ/জেআইএম

Advertisement