করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতারা। শনিবার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
Advertisement
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, দুপুরের দিকে শাহবাগ মোড়ে সাধারণ মানুষের মাঝে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, অধ্যাপক ডা. আব্দুস কদ্দুস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটের সামনে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন। যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ফার্মগেট এলাকায় করোনা সচেতনতায় লিফলেট বিলি করেন। তার সঙ্গে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান উপস্থিত ছিলেন।
কেএইচ/বিএ/এমএস