জাতীয়

রূপসায় হলে গেলো নৌকাবাইচ

শিল্প ও বন্দরনগরী খুলনার রূপসা নদীতে প্রতিবারের মতো এবারো অনুষ্ঠিত হলো দশম নৌকাবাইচ। শনিবার খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ও গ্রামীণফোনের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে লক্ষাধিক দর্শণার্থীর উপস্থিতিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামীণফোন দ্বিতীয়বারের মতো এই নৌকাবাইচ আয়োজনে আর্থিক সহায়তা দিল।গ্রামীণফোন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বড় দলের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এক লক্ষ টাকা জিতে নেয় ডুমুরিয়ার মা গঙ্গা বাইচ দল। প্রথম রানার আপ হয় তেরখাদা থেকে আগত ময়ুরপঙ্খী দল, আর দ্বিতীয় রানার আপ হয় একই এলাকার ভাই ভাই জলপরী দল।আয়োজক কমিটি তাদের দুই দলকে যথাক্রমে ষাট হাজার এবং ত্রিশ হাজার টাকার চেক প্রদান করেন। ছোট দলে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা পান কয়রার সোনার তরী দল । প্রথম রানার আপ কয়রার ভাই ভাই টাইগার দল ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ সাতক্ষীরার জয় মা কালী দল জিতে নিয়েছে বিশ হাজার টাকা।দুপুর ২টায় নগরীর ১নং কাস্টম ঘাটে উপস্থিত থেকে শেখ হারুনুর রশীদ, প্রশাসক, জেলা পরিষদ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএম মনির-উজ-জামান, বিপিএম, ডিআইজি, মো. মোস্তফা কামাল, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বিপিএম, পুলিশ সুপার; জনাব শেখ আশরাফ-উজ-জামান, সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ এবং গ্রামীণফোন হেড অব রিজিওনাল সেলস-খুলনা এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, নিজামউর রহমান লালু, মো. মইনুল হাসান শিমুল, মিনা আজিজুর রহমান, শিকদার আব্দুল খালেক এবং এস কে এম তাছাদুজ্জামান।আরএম/বিএ

Advertisement