জাতীয়

শিশুদের অধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুর অধিকার বাস্তবায়নে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সকল সচেতন নাগরিককে এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে পিতা-মাতা, পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি।’‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫’ উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা জাতীয় শিশুনীতি প্রণয়ন করেছি।প্রধানমন্ত্রী বলেন, পথশিশু, ঝুঁকিপূর্ণকাজে নিয়োজিত শিশু, বিদ্যালয় থেকে ঝরেপড়া ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। শিশুদের সৃজনশীল মেধা, মানসিক বিকাশ এবং মননশীলতার উন্নয়নে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদের অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। জাতিসংঘ ১৯৮৯ সনে শিশু অধিকার সনদ ঘোষণার বহু পূর্বে ১৯৭৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিশু আইন প্রণয়ন করেন।প্রধানমন্ত্রী ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শিশুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।বিএ

Advertisement