দেশজুড়ে

নৌমন্ত্রী পথসভায় যোগ না দেয়ায় মহাসড়ক অবরোধ

নৌমন্ত্রী শাজাহান খান প্রতিশ্রুতি দিয়ে জনসভায় যোগদান না করায় টায়ার জ্বালিয়ে ও ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নওগাঁ জেলা ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়ন। শনিবার রাত ৮টার দিকে শহরের পার নওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়ন সূত্রে জানা যায়, বিকেলে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মন্ত্রীর সঙ্গে বাস-মালিক শ্রমিকদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এ সমাবেশের পর ট্রাক পরিবহন শ্রমিকদের এক পথসভায় যোগদানের কথা ছিল মন্ত্রীর। কিন্তু মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে পথসভায় যোগদান না করেই নওগাঁ শহরের বাইপাস সড়ক হয়ে বগুড়ার দিকে রওনা দেন।খবর পেয়ে ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিকরা নওগাঁ-বগুড়া মহাসড়কে মন্ত্রীর গাড়ি আটকে ফুল নিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী আবারো তাদের প্রতিশ্রুতি দেন এবং বলেন আপনারা যান আমি আসছি। এ কথা শুনে পরিবহন শ্রমিকরা তাদের অফিসে ফিরে আসেন।এরপর দীর্ঘ সময় অফিসে অপেক্ষা করার পরও মন্ত্রী না আসায় শ্রমিকরা টায়ার জ্বালিয়ে ও ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধমর্ঘটের ডাক দেয় ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন।আব্বাস আলী/এআরএ/বিএ

Advertisement