সিলেট নগরীর কাজলশাহ এলাকার একই পরিবারের তিন শিশু চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শিশুর বাবা দুলাল আহমদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং-৫০৭) করেছেন। তবে পুলিশের ধারণা, শিশুরা তাদের মায়ের কাছে সুনামগঞ্জ চলে গেছে।কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জাগো নিউজকে বলেন, দুলাল আহমদ তিনটি বিয়ে করেছেন। কাজলশাহ এলাকায় বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকতো তিন শিশু। বাচ্চাদের মা থাকেন সুনামগঞ্জে। বাচ্চারা তাদের মায়ের কাছে চলে যেতে পারে ধারণা করছি আমরা।তিনি আরো বলেন, বাচ্চারা তার মায়ের কাছে গেছে কি-না তা খোঁজ নিতে বলেছিলাম দুলাল আহমদকে। কিন্তু তিনি এ ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা করছেন না। সুনামগঞ্জের স্ত্রীর সঙ্গে যোগাযোগের নম্বরও দিচ্ছেন না। পুলিশ এই ঘটনার রহস্য উম্মোচন করবে বলেও জানান তিনি।তবে দুলাল আহমদ বলেন, বাচ্চারা তাদের মায়ের কাছে যায়নি। আমি খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাইনি।জিডি সূত্রে জানা যায়, নগরীর কাজলশাহ এলাকার ৪৩/১ নং বাসার বাসিন্দা দুলাল আহমদের তিন শিশু সন্তান আছিয়া বেগম (১২), ছাদিয়া বেগম (৮) ও ইরহাম (৩) গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ হয়।দুলাল আহমদের স্ত্রী সেলিনা বেগম ওই শিশুদের রেখে গত বুধবার সন্ধ্যায় পাশের বাসায় বেড়াতে যান। আধা ঘন্টা পর তিনি বাসায় ফিরে দেখেন বাসার জিনিসপত্র এলোমেলো ও শিশুরা ঘরে নেই।বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের লোকজনকে জানালে সবাই খোাঁজাখুঁজি করেও শিশুদের কোথাও খুঁজে পাননি। পরদিন গত বৃহস্পতিবার তারা এলাকায় মাইকিং করেন ও মহানগর কোতোয়ালী থানায় জিডি করেন।ছামির মাহমুদ/এআরএ/বিএ
Advertisement