ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসে কাতারে নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
Advertisement
এর ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২০ জনে। তবে এ ভাইরাসে কাতারে এখনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের সবাই চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে কেউ সুস্থ হয়েছে বলে খবর পাওয়া যায়নি।
আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকায় নতুন করে এরা আক্রান্ত হয়েছে। যদিও আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
করোনা থেকে বাঁচতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে।
Advertisement
সেগুলো হলো-
>> হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া।
>> কফ-সর্দি বের হওয়ার সময় নাক-মুখ হাত-টিস্যু ঢেকে রাখা। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলা।
>> হাত ধোয়া ছাড়া নাক-মুখ স্পর্শ না করা। বিশেষ করে যখন ঘরের বাইরে থাকবে কোনো ব্যক্তি।
Advertisement
>> কারো শরীরে করোনা উপসর্গ এবং শ্বাসজনিত সমস্যা দেখা দিলে তার থেকে দূরে থাকা।
>> করোনার উপসর্গ শরীরে দেখা দিলে অন্যের সঙ্গে চলাফেরায় সীমাবদ্ধতা আনা।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে তিন জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
এফআর