তুরস্কের রাজধানী আঙ্কারার প্রধান রেল স্টেশনের কাছে শান্তিপূর্ণ মিছিলে জোড়া বোমা বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে ৮৬তে দাঁড়িয়েছে। শনিবারের এ বিস্ফোরণে আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। স্থানীয় সংবাদ সংস্থা দোগান নিউজের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।শনিবার আঙ্কারার ওই রেল স্টেশনের কাছে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতির সময় বোমা দুটি বিস্ফোরিত হয়। দেশটির নির্বাচনের আগে কুর্দিপন্থি রাজনৈতিক দল এইচডিপি শান্তি ও গণতন্ত্রের জন্য এ মিছিলের আয়োজন করেছিলো। স্থানীয় সময় বেলা ১০টার দিকে মিছিলটি শুরু হওয়ার কথা ছিলো বলে জানায় দোগান নিউজ।বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রেল স্টেশনের কাছে তারা একাধিক মরদেহ পড়ে থাকতে দেখেছেন। দেশটির বামপন্থী দলগুলো সরকারবিরোধী এ মিছিলের ডাক দিয়েছিলো। তুর্কি সরকার বিস্ফোরণের এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। এছাড়া এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।এএইচ/আরআইপি
Advertisement