খেলাধুলা

অদ্ভুত সব কাণ্ড ঘটলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে

টস করতে নেমেছেন দুই অধিনায়ক, তাদের পরিচিত করে দেওয়া কিংবা সঙ্গে কথা বলার জন্য নেই কোনো ধারাভাষ্যকার! ক্রিকেটে কি এমন ঘটনা এর আগে কেউ দেখেছেন?

Advertisement

অদ্ভুত সব ঘটনাই ঘটলো সিডনিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে। ধারাভাষ্যকার ছাড়া টস করতে নামলেন দুই অধিনায়ক-অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

টস হলো, জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। কিন্তু ব্যাটিং নেবেন না বোলিং, সেই সিদ্ধান্ত কাকে জানাবেন? সামনে চলে এলো স্পাইডারক্যাম, সেটিই নিলো সাক্ষাতকার। ফিঞ্চ জানিয়ে দিলেন, প্রথমে ব্যাটিং করবে তার দল।

এখানেই শেষ নয়। টসের আনুষ্ঠানিকতা শেষেও ঘটলো আরেক বিরল ঘটনা। দুই অধিনায়ক করমর্দন করতে যাবেন, হঠাৎ সরিয়ে নিলেন হাত। মনে পড়ে গেল, এখন তো আগের নিয়ম চলবে না!

Advertisement

ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনও চললো স্পাইডারক্যামের সাহায্যে। ১০০ মিটার দূর থেকে বিজয়ী অধিনায়ক ফিঞ্চের সঙ্গে কথা বললেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়েন।

এ সব কিছুই মূলত করোনাভাইরাসের কারণে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রভাবমুক্ত নয় খেলার জগতও। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি হয়েছে দর্শকবিহীন, রুদ্ধদ্বার এক ম্যাচ। আর ম্যাচের আনুষ্ঠানিক নিয়ম কানুনেও যত পরিবর্তন সবই ভাইরাসের কারণে।

এমএমআর/জেআইএম

Advertisement