করোনাভাইরাস শঙ্কার মধ্যেই ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সংক্ষিপ্ত সফর বলেই হয়তো এত ভয় ছিল না প্রোটিয়াদের। স্বাস্থ্য সচেতনতায় কেবল 'হ্যান্ডশেক' না করার কথা জানিয়েছিল তারা।
Advertisement
করোনা শঙ্কা পাশ কাটিয়ে বৃহস্পতিবার ধর্মশালায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়ানোর সব প্রস্তুতি ছিল। কিন্তু দিনভর বৃষ্টির কারণে এই ম্যাচে টসই করা সম্ভব হয়নি।
এর মধ্যে সিদ্ধান্ত হয় সিরিজের বাকি দুই ওয়ানডে হবে দর্শকবিহীন স্টেডিয়ামে, করোনার ঝুঁকি এড়াতে রুদ্ধদ্বার ম্যাচ। সেই ম্যাচের জন্য লখনৌতে পৌঁছেও গিয়েছিলেন বিরাট কোহলিরা।
এমন সময় এলো সিরিজ বাতিলের ঘোষণা। এতে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। ভারত সফরটা তাদের জন্য হয়ে রইলো কেবল 'ভ্রমণ'।
Advertisement
এর আগে করোনার কারণে 'ক্লোজ ডোর' ম্যাচ আয়োজনের কথা শোনা যাচ্ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। কিন্তু শেষতক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগটি দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এমএমআর/জেআইএম