জাতীয়

বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ

তিন স্তর বিশিষ্ট পপলিন কাপড় দিয়ে নিজেরাই ঘরে কিংবা দর্জিকে দিয়ে মাক্স তৈরি করে নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। একই সঙ্গে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে জনগণকে অনুরোধ জানান। কারণ একসঙ্গে বেশি মানুষের জমায়েত হলে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে।

Advertisement

শুক্রবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরে করোনাভাইরাস সম্পর্কিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘আমরা দেখছি, দেশে মাস্কের বিরাট সংকট তৈরি হয়েছে। আমরা যদিও বারবার বলেছি সবার মাস্ক পড়ার দরকার নেই। তারপরও কারো কারো যেমন- যারা স্বাস্থ্যসেবা দেন, যারা ওষুধ বিক্রি করেন কিংবা যারা মানুষের খুব কাছে গিয়ে (নাপিত) সেবা নেন এবং যাদের সর্দি-কাশি আছে, তাদের মতো লোকজনের বাইরে বেরোতে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। নতুবা তাদের মাধ্যমে অন্যরা সংক্রমিত হবেন।’

তিনি আরও বলেন, দেশে মাস্ক সংকট দেখা দেয়ায় তারা বিশেষজ্ঞদের সঙ্গে বসে ছিলেন। বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরাই পপলিন কাপড়ে মাক্স ও পায়জামার ফিতা দিয়ে চারদিকে চারটি ফিতা তৈরি করার পরামর্শ দিয়েছেন। এ ধরনের মাস্ক সাবান দিয়ে ধুয়ে একাধিকবার ব্যবহার করা যায়।

Advertisement

এমইউ/জেএইচ/জেআইএম