খেলাধুলা

আর্জেন্টাইন তারকা দিবালাও করোনা আক্রান্ত, গোপন করছে জুভেন্টাস!

জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাও করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়েছেন বলে খবর বেরিয়েছে গণমাধ্যমে। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ‘এল ন্যাশিওনাল’ দাবি করছে এমনটা। যদিও তার ক্লাব জুভেন্টাস বলছে, এমন খবর সত্য নয়।

Advertisement

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। তার আগে গত রোববার সিরিআ’য় ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি জেতার পর একই ড্রেসিংরুমে আনন্দ ভাগাভাগি করেছেন রোনালদো, দিবালা, রুগানিরা।

যেহেতু তারা একসঙ্গে ড্রেসিংরুমে অনেকটা সময় ছিলেন। তাই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে ক্রিশ্চিয়ানো রোনালদো, দিবালাদের সবারই। রোনালদো দেশে ফিরে গেলেও পর্তুগালে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে এলো দিবালার করোনা পজিটিভ হওয়ার খবর।

গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্ট ১২১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ছিলেন দিবালাও। ‘এল ন্যাশিওনাল’-এর দাবি, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় টেস্ট করার পর পজিটিভ হিসেবে ধরা পড়েছেন আর্জেন্টাইন তারকা।

Advertisement

ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এক হাজারের ওপর মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এমতাবস্থায় আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ রাখা হয়েছে দেশটিতে।

এমএমআর/জেআইএম