আন্তর্জাতিক

দুপুরে পাক-ভারত উপকূলে আঘাত হানবে নিলুফার

বৃহস্পতিবার দুপুরে পাকিস্তান ও ভারত উপকূলে আঘাত হানবে সাইক্লোন নিলুফার। সাইক্লোনটি ঘন্টায় ১৪ কিলোমিটার বেগে সমুদ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।এদিকে সাইক্লোন নিলুফারের ক্ষতি থেকে নিরাপদ রাখতে পাকিস্তানের উপকূল থেকে হাজার-হাজার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে দেশটির সরকার। উপকূলবর্তী ১০ জেলায় জারি করা হয়েছে জরুরী অবস্থা। এছাড়া শুক্রবার জেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও ভারতের গুজরাটে সাইক্লোনটি আঘাত হানবে।”পাকিস্তান সিন্ধু প্রদেশের মন্ত্রী সৈয়দ কিয়াম আলী শাহ বলেছেন, “সব সমুদ্র উপকূলে জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। উপকূলবর্তী বাসিন্দাদের কয়েকদিনের জন্য নিরাপদ আশ্রয়ে চলে যাবার কথা বলা হয়েছে। সরকার এ বিষয়ে তার সব প্রস্তুতি নিয়ে রেখেছে।”আবহাওয়া অধিদফতর জানিয়েছে, “সাইক্লোনের প্রভাবে পরবর্তী দুই দিন ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণি বাতাসের সৃষ্টি হবে।” সূত্র: ডন।

Advertisement