জাতীয়

ভ্রমণে বিধিনিষেধ আরোপের এখতিয়ার বাংলাদেশ সরকারের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশের প্রতিনিধি ডা. বর্ধন জাং রানা বলেছেন, ফ্লাইটে ভ্রমণ বাতিলের সিদ্ধান্তের এখতিয়ার বাংলাদেশ সরকারের। যখন সরকার মনে করবে করোনাভাইরাস সংক্রমণ রোধে ভ্রমণ বাতিল করা প্রয়োজন, তখন উদ্ভূত পরিস্থিতিতে এ ঘোষণা দিতে পারে।

Advertisement

শুক্রবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. বর্ধন বলেন, সদস্যভুক্ত সকল দেশকে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস (আইএইচআর) অনুসারে তাদের কাছে (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) কী কারণে ভ্রমণ বাতিল করা হলো তা বিস্তারিত জানাতে হবে। তবে এই মুহূর্তে বাংলাদেশের ফ্লাইট বাতিলের কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে যেসব দেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে তাদের সবাইকে যুক্তিসঙ্গত কারণ লিখে জানাতে হচ্ছে।

Advertisement

বাংলাদেশ রোগটি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কম। যখন প্রয়োজন হবে তখন সরকার এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করে তাদের অবহিত করবেন।

ডা. বর্ধন বলেন, যারা ফ্লাইটে ভ্রমণ করছে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে ভ্রমণ তথ্য পড়ে দেখতে পারেন। তাতে সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে বলে মন্তব্য করেন।

এমইউ/এমএসএইচ

Advertisement