দেশজুড়ে

জ্বর নিয়ে ইতালি থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইনে যুবক

নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে আব্দুস শাকের (৩৪) নামে ইতালি ফেরত এক যুবককে কোভিট-১৯ সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে ওই প্রবাসী জ্বর নিয়ে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক উপসর্গগুলো দেখে কোভিট-১৯ সন্দেহে তাকে হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।

জানা গেছে, গত ৬ মার্চ ইতালি থেকে বজরায় নিজ গ্রামের বাড়িতে আসেন শাকের। ইতালি থেকেই তিনি জ্বরে ভুগছিলেন।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জাগো নিউজকে জানান, ইতালি প্রবাসী ওই যুবককে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার গায়ে জ্বর আছে। এছাড়া ঢাকা রোগতত্ত্ব বিভাগ থেকে একজন চিকিৎসক এসে বৃহস্পতিবার বিকেলে তার কিছু নমুনা নিয়ে গেছেন। শুক্রবার বিকেলে সংগ্রহকৃত নমুনার রিপোর্ট পাওয়া যাবে।

Advertisement

তিনি আরো জানান, তার পরিবারের সদস্যদেরও বাড়িতে থেকে কিছু নিয়ম কানুন মানার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান বলেন, বর্তমানে তিনি ওই হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন। পরীক্ষা করা ছাড়া তার শরীরে করোনার জীবানু আছে কিনা তা বলা যাবে না। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে আসার পর বোঝা যাবে। তবে নোয়াখালীর সকল হাসাপাতাল এ বিষয়ে প্রস্তুত রাখা হয়েছে।

মিজানুর রহমান/এফএ/এমকেএইচ

Advertisement