বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এমতাবস্থায় মুজিব শতবর্ষের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
Advertisement
বৃহত্তর ওয়াশিংটন সার্বজনীন মুজিববর্ষ উদযাপন কমিটি ঘোষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মনসুর ও সদস্য সচিব শামিম চৌধুরী।
বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি বুঝে অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী স্মরণে ১৭ই মার্চের প্রথম ঘণ্টায় (মধ্যরাত) বঙ্গবন্ধু ১০০ লোগো দিয়ে সবার ফেসবুক প্রোফাইল পরিবর্তন করার জন্য কমিউনিটির সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, মুজিববর্ষে আগামী ২২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন পালনের ঘোষণা দিয়েছিল সার্বজনীন বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন কমিটি বৃহত্তর ওয়াশিংটন। কিন্তু করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হলো।
Advertisement
চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন। তবে করোনার তাণ্ডব চলছে ইউরোপের দেশগুলোতে। ইতালিতে একদিনে মারা গেছেন আরও ১৮৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন, আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন। স্পেনে একদিনে নতুন করে ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন।
ফ্রান্সে একদিনে ৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন। এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন, মারা গেছেন ৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা রোগী ২২৪ জন, প্রাণহানি সাতজনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৯ এবং মৃত্যু ৬৭ জনের।
যুক্তরাষ্ট্রে আরও ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ ও প্রাণহানি ৪১ জনের।
এমআরএম/এমকেএইচ
Advertisement