চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইউরোপের দেশ স্লোভাকিয়ায় ১৬ জন আক্রান্ত হয়েছে। এর প্রেক্ষিতে করোনার বিস্তার রোধে কঠোর পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সেই সঙ্গে সব স্কুল বন্ধ রাখা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১২ মার্চ) স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পিটার পেলেগ্রিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ভ্রমণ ঠেকাতে পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিমান ভ্রমণে কিছুটা শিথিলতা থাকলেও আন্তর্জাতিক মালবাহী পরিবহন চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্লোভাকিয়ায় এখন পর্যন্ত ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে সব স্কুল ও আন্তর্জাতিক ভ্রমণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে খেলাধুলা, শপিং সেন্টার, অবসর ও বিনোদনকেন্দ্রগুলো বন্ধের পরিকল্পনা নেয়া হয়েছে। গত সোমবার থেকে ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে দেশটির সব বিদ্যালয়।
ইউরোপের দেশগুলোতে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১০১৬ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ইতালির সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে স্লোভাকিয়া।
Advertisement
ইতালিফেরত স্লোভাকিয়ার নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়। তবে বর্তমানে ইতালিসহ অন্যান্য দেশ থেকে আসা নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখার সময় আরও বাড়ানো হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী পিটার পেলিগ্রিনি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি প্রতিহত করায় এখন আমাদের মূল লক্ষ্য। এ জন্য আমরা আরও পদক্ষেপ নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।
চীনে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসলেও এটি আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে মাত্র চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন। তবে করোনার তাণ্ডব চলছে ইউরোপের দেশগুলোতে। ইতালিতে একদিনে মারা গেছেন আরও ১৮৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন, আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন। স্পেনে একদিনে নতুন করে ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন।
Advertisement
ফ্রান্সে একদিনে ৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন। এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন, মারা গেছেন ৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা রোগী ২২৪ জন, প্রাণহানি সাতজনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৯ এবং মৃত্যু ৬৭ জনের।
যুক্তরাষ্ট্রে আরও ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ ও প্রাণহানি ৪১ জনের।
এমএসএইচ/এমকেএইচ