আন্তর্জাতিক

করোনা: চীনে নতুন রোগী মাত্র ৪, ইউরোপে কয়েক হাজার

নভেল করোনাভাইরাসের উৎস চীনে এর সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মাত্র চারজন নতুন রোগী পাওয়া গেছে। প্রায় দেড়শ’ কোটির জনসংখ্যার দেশে এদিন করোনায় মারা গেছেন মাত্র একজন।

Advertisement

তবে, বিপরীত চিত্র ইউরোপে। এ অঞ্চলের দেশগুলোতে প্রতিদিন হাজারে হাজারে বাড়ছে নতুন রোগী ও মৃতের সংখ্যা। করোনাভাইরাসে চীনের পর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় হারিয়েছেন ১৮৯ জন, আক্রান্ত ২ হাজার ৬৫১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন, আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১১৩ জন।

স্পেনে একদিনে নতুন করে ৮৬৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৬ জন, মৃত্যু ৮৬ জনের। ফ্রান্সে একদিনে নতুন করে ৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন, আক্রান্ত ২ হাজার ৮৭৬।

জার্মানিতে একদিনে তিনজন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৭৭৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ছয়জনের, আক্রান্ত ২ হাজার ৭৪৫ জন। সুইজারল্যান্ডে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন, আক্রান্ত ২১৬। এ নিয়ে দেশটিতে মোট ৮৬৮ জন করোনা আক্রান্ত হলেন, মারা গেলেন সাতজন। নরওয়েতে করোনায় প্রথমবার একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০০ জন।

Advertisement

এছাড়া সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডেও নতুন করে কয়েকশ’ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন, আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার ৬৭৯ জন। এ পর্যন্ত ৬৯ হাজার ১৪২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

কেএএ/এমকেএইচ

Advertisement