খেলাধুলা

এবার করোনায় আক্রান্ত আর্সেনালের কোচ আর্টেটা

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব আর্সেনালের কোচ মাইকেল আর্টেটা। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দলের খেলোয়াড়দের নিজস্ব আইসোলোশনে রাখা হবে।

এদিকে দলের কোচ আক্রান্ত হওয়ায় শনিবার (১৪ মার্চ) প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের ম্যাচটি স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি। স্বেচ্ছা আইসোলশনে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

Advertisement

করোনার কারণে চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটি স্থগিত করা হয়েছে। আইসোলশনে রয়েছেন রিয়াল মাদ্রিদের সব ফুটবলার।

সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে স্পানিশ লিগ ও ইতালিয়ান লিগের খেলা। চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর দ্বিতীয় লেগের বেশ কয়েকটি খেলা দর্শকের অনুপস্থিতি অনুষ্ঠিত হয়েছে।

এফআর/বিএ

Advertisement