পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেন থেকে নিয়মিত তেল চুরি করে চোরদের একটি চক্র। অনেকেই বলে এরা ধরাছোঁয়ার বাইরে। কিন্তু অবশেষে তেলসহ হাতেনাতে তেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। একেই বলে চোরের ১০ দিন আর গৃহস্থের একদিন।
Advertisement
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন উপজেলার শৈলপাড়া গ্রামের মো. ওমর আলী শেখ (৪২) ফজলু সরদার (৪৫), মিতুল সরদার (৩০), মামুস আলী (৩০) ও আকতার খান (৩০)। তাদের কাছ থেকে এক হাজার ৫৭৬ লিটার ট্রেনের চোরাই তেল উদ্ধার করা হয়। এদের সহযোগী আরও দুজন পালাতক। তারা হলেন মো. আনোয়ার (৪২) ও জামাল (৪৫)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবির তরফদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ট্রেনের কর্মকর্তাদের যোগসাজশে তেল চুরি করে আসছিল। পরে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৬ লিটার চোরাই তেলসহ তাদের গ্রেফতার করা হবে।
একে জামান/এএম/জেআইএম
Advertisement