দিনাজপুরে অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
Advertisement
গ্রেফতারকৃতরা হলেন পার্বতীপুর উপজেলার উত্তর মারনাই (পানবাজার) গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সাজ্জাদ হোসেন সাজু (৪৭), বিরামপুর উপজেলার বিজুল মাকড়া পাড়ার মোকছেদ আলীর ছেলে দিলবার হোসেন (২৫), জেলা সদরের বীরগাঁও গ্রামের হাফিজ উদ্দীন ফকিরের ছেলে আনিছুর ফকির (৪৭), উত্তর শিবপুরের কলিম উদ্দীনের ছেলে মিজানুর রহমান (৩৭) ও রুহুল আমিন (৪৫) এবং হেলাল হোসেন নন্দর ছেলে সেলিম হোসেন শুভ (৩০)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় চোরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ও কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।
Advertisement
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম