জাতীয়

‘করোনা আক্রান্ত’ এভিয়েশন খাতে লোভনীয় অফার

করোনাভাইরাসকে (কোভিড-১৯) মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে করোনার প্রভাবে গত দুই মাস ধরে ভুগছে এয়ারলাইন্স, ট্যুর অপারেটর এবং এজেন্সিগুলো। সেই ক্ষতি পোষাতে দক্ষিণ এশিয়ার দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে লোভনীয় অফার দিয়েছে এয়ারলাইন্সগুলো।

Advertisement

মালিন্দো এয়ার

বিমান প্রতিষ্ঠানটি মাত্র ২০ হাজার ৪১১ টাকায় ঢাকা থেকে কুয়ালালামপুরের রিটার্ন টিকিট দিচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার জনপ্রিয় দ্বীপ বালিতে যেতে রিটার্ন ভাড়া ধরা হয়েছে ২১ হাজার ৭১৯ টাকা। পাশাপাশি মালয়েশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে ‘পানির দামে’ টিকিট বিক্রি করছে তারা। ভাড়ার সঙ্গে যাত্রীরা যাওয়ার সময় ৩০ কেজি ও ফেরার সময় ৩৫ কেজি চেক-ইন লাগেজ সুবিধাও পাবেন। টিকিট কাটতে হবে ১৫ মার্চের মধ্যে। ভ্রমণ করা যাবে চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত।

থাই লায়ন এয়ার

Advertisement

থাই লায়ন এয়ারে ঢাকা থেকে ব্যাংককের রিটার্ন টিকিট মূল্য ১৩ হাজার ৬৫১ টাকা। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি ব্যাংককের ডন মিয়াং বিমানবন্দরে যাবে। তবে এ অফারে যাত্রীরা হাতে করে সাত কেজি লাগেজ নিতে পারবেন। (চেক-ইন লাগেজ কেজি প্রতি টাকা দিয়ে কিনতে হবে)।

প্রোমোশনের এ টিকিট কিনতে হবে ২২ মার্চের মধ্যে। আর ভ্রমণ করতে হবে ১ জুলাই থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

থাই এয়ারওয়েজ

থাইল্যান্ডের বিমান প্রতিষ্ঠানটি ঢাকা থেকে ব্যাংককের যাওয়ার জন্য রিটার্ন ধরা হয়েছে ২০ হাজার ৯০০ টাকা (আগে ভাড়া ছিল ২৬ হাজার থেকে ৩৩ হাজার)। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে যাবে। এ অফারে যাত্রীরা ৩০ কেজি করে লাগেজ নিতে পারবেন। এছাড়াও থাই এয়ারওয়েজে সিঙ্গাপুরে ২৬,৬৬৬, কুয়ালালামপুর ২৫,৫৫৫ টাকায় ভ্রমণ করা যাবে। প্রোমোশনের এ টিকিট কাটতে হবে ৩১ মার্চের মধ্যে। ভ্রমণ করতে হবে ৩১ মের মধ্যে।

Advertisement

সিঙ্গাপুর এয়ারলাইন্স

বিশ্বের সেরা তিন এয়ারলাইন্সের মধ্যে একটি সিঙ্গাপুর এয়ারলাইন্স। ফাইভ স্টার এ এয়ারলাইন্সটিতে ঢাকা থেকে সিঙ্গাপুরের রিটার্ন ভাড়া ধরা হয়েছে ১৯,৫৩০ টাকা। আগে এ ভাড়া ছিল ৪১ হাজার থেকে ৬০ হাজার পর্যন্ত। এছাড়াও সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কুয়ালালামপুর ১৯,৫৪০, ফুকেট ১৯,৫৫০, ইন্দোনেশিয়ার বালি ২৬,৯৪০, দুবাই ৩৮,২০০, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ও পার্থের ভাড়া ৫৫,৩৫০, মেলবোর্ন/সিডনির ভাড়া ৬০,৩৫০ এবং জার্মানির ফ্র্যাঙ্কফার্টসহ ইউরোপের ভাড়া ৬৫,৩৫০ টাকা (কমপক্ষে) ধরা হয়েছে। প্রোমোশনের এ টিকিট ৩০ এপ্রিলের মধ্যে কাটতে হবে। ভ্রমণ করা যাবে ২০২১ সালের ৩০ মে পর্যন্ত। চেক-ইন লাগেজ পাওয়া যাবে ৩০ কেজি।

সিঙ্গাপুর এয়াররের এ টিকিটগুলো অফেরতযোগ্য। তবে যদি কেউ ভিসার আবেদন করে সে দেশের ভিসা না পায় সে ক্ষেত্রে টিকিটের আংশিক টাকা ফেরত পাওয়া যাবে।

এয়ার এশিয়া

ঢাকা থেকে কুয়ালালামপুরগামী এয়ার এশিয়ার ভাড়ায় তেমন কোনো চমক নেই। আগের মতো এ রুটে ২৪,১২৮ টাকা ভাড়া নেয়া হচ্ছে। তবে বিশ্বের প্রতিটি দেশের রুটগুলোতে এয়ার এশিয়া ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটে অনেক ডিসকাউন্ট দিচ্ছে।

এমিরেটস

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বর্তমানে যাত্রীবহন বন্ধ থাকলেও ইউরোপ-আমেরিকার দেশগুলোতে যাত্রীবহন করছে এমিরেটস। তাদের ভাড়া আগের মতো থাকলেও করোনাভাইরাসের কারণে নতুন একটি অফার দিয়েছে তারা। কেউ যদি তাদের টিকিট কেটে ভ্রমণ না করতে পারে অথবা দেরিতে ভ্রমণ করতে চায় তাহলে কোনো অতিরিক্ত ফি ছাড়াই টিকিট বদলের সুযোগ রয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ক্রয়কৃত টিকিটের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।

বিমান বাংলাদেশ

২০২০ সালে মুজিবর্ষে যে কোনো মাসের ১৭ তারিখ বিমানের যে কোনো ফ্লাইটে ভ্রমণ করলেই ভাড়ার ওপর ১৭ শতাংশ ছাড় পাওয়া যাবে।

ইউএস বাংলা এয়ারলাইন্সবাংলাদেশ থেকে ব্যাংককের ভাড়া মাত্র ১৩,৯৯৯ টাকা নির্ধারণ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ ভাড়ায়ই যাত্রী পরিবহন করবে প্রতিষ্ঠানটি। ব্যাংককগামী যাত্রীরা তাদের সঙ্গে ৩৫ কেজি লাগেজও নিতে পারবেন।

এআর/এএইচ/জেআইএম